পাইলট করোনাভাইরাসে আক্রান্ত। খবর পেয়েই মাঝ আকাশ থেকে ফিরিয়ে আনা হল বিমান। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এয়ার ইন্ডিয়ার উড়ানটি দিল্লিতে অবতরণ করেছে বলে এয়ার ইন্ডিয়ার এক শীর্ষ কর্তা জানিয়েছেন।
বন্দে ভারত মিশনের আওতায় রাশিয়াতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে দিল্লি থেকে মস্কো উড়ে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। উড়ানে কোনও যাত্রী ছিলেন না। জানা গিয়েছে, বিমানের একজন পাইলটের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল। গ্রাউন্ড ক্রু টিম সেটিকে ভুল করে নেগেটিভ পড়ে ওড়ার ছাড়পত্র দিয়েছিল। যখন ভুল ভাঙল অনেকটা দেরি হয়ে গিয়েছে। বিমান তখন উজবেকিস্তানের আকাশ সীমায়। সঙ্গে সঙ্গে সেখান থেকেই বিমান ঘুরিয়ে দিল্লিতে ফিরে আসার নির্দেশ যায় পাইলটদের কাছে।
ওই উড়ানের সমস্ত ক্রু মেম্বারকে কোয়ারিনটাইনে পাঠানো হয়েছে। আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে খুব শীঘ্রই আরও একটি বিমান মস্কোর পথে উড়ে যাবে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে খবর।
এয়ার ইন্ডিয়ার উড়ানের এই ঘটনাকে হাল্কাভাবে দেখতে নারাজ অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা। কার ‘গাফিলতিতে’ এমন ঘটনা ঘটল ইতোমধ্যে তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে DGCA-র তরফে।































































































































