রেকর্ড: দার্জিলিং জেলায় একদিনে ৭জন করোনা আক্রান্ত

0
1

দার্জিলিং জেলায় একদিনে ৭জন করোনা আক্রান্ত, যা এখনও পর্যন্ত এই জেলায় রেকর্ড। দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম জানান, খড়িবাড়িতে মুম্বই ফেরত ক্যান্সার আক্রান্ত মহিলার সহযাত্রী সহ নকশালবাড়ির হাতিঘিসার কোয়ারেন্টাইনে সেন্টারের দুজন ও পাহাড়ের চারজন কোভিড পজিটিভ। মোট ৭জনের মধ্যে ৩জন মহিলা। এঁরা দুজন সোনাদার ও দুজন কার্শিয়ং-এর বাসিন্দা।

আক্রান্ত সকলকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে কার্শিয়ং মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিন্নি শর্মা জানান, ওই চারজন বাইরে থেকে এসেছিলেন। তাঁরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবুও তাঁরা যাঁদের সংস্পর্শে এসেছেন সকলকে খোঁজা হচ্ছে। পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আতঙ্কের কোনও কিছু নেই। পাহাড়ে যে সব পরিযায়ী শ্রমিক ফিরছেন তাঁদের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হচ্ছে।
এদিকে হাতিঘিসার কোয়ারেন্টাইন সেন্টারের দুজন আক্রান্ত হওয়ায় বাকিদেরও টেস্ট করা হচ্ছে। কিন্তু একসঙ্গে জেলায় ৭জন আক্রান্ত হওয়ায় কিছুটা উদ্বিগ্ন শহরবাসী।