চতুর্থ দফা লকডাউনের একেবারে শেষ পর্বে এসে গোটা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। তারই মাঝে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হচ্ছে। যার জন্য একাধিক জায়গা থেকে প্রচুর ট্রেন ছাড়ছে এবং হাজার হাজার শ্রমিক নিয়ে সেগুলি পৌঁছে যাচ্ছে বিভিন্ন রাজ্যের বড় বড় শহরে।
এর ফলে করোনা সংক্রমণ বাড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে বলে অনেকের মত। এবার শ্রমিক স্পেশাল নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রেলমন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকেরা যাতে নিজেদের ঘরে ফিরতে পারেন তার জন্য প্রচুর ট্রেন চালানো হচ্ছে। কিন্তু এই পরিষেবা দিতে গিয়ে দেখা গিয়েছে কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। এই কারণে, এবার থেকে হাইপারটেনশন, ডায়াবেটিক রোগী, কার্ডিও সমস্যা আছে এমন রোগী, ক্যানসার রোগী, অন্তঃস্বত্ত্বা, ১০ বছরের কম শিশু, ৬৫ বছরের ঊর্দ্ধে বয়স এমন ব্যক্তিরা খুব জরুরি না হলে এই পরিষেবা না নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।