চতুর্থ দফার লকডাউন শেষ হতে ৪৮ ঘন্টা বাকি। ১ জুন থেকে পঞ্চম দফার লকডাউন কি কার্যকর হবে? সেই প্রশ্ন উঠেছেে সর্বত্র । গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে
মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, রাজ্য এখনই লকডাউন তুলতে চায় না। সেইসঙ্গে লোকাল ট্রেন চালু করতে আপত্তি রয়েছে রাজ্যের।
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই খবরের কোনও সত্যতা নেই বলে জানিয়েছেন দেওয়া হল রাজ্য সরকারের তরফে।
বৃহস্পতিবার রাতেই এই খবরকে ভুয়ো বলে উল্লেখ করে রাজ্য স্বরাষ্ট্র দফতর। টুইটারে তারা স্পষ্ট জানায় যে, রাজ্যের তরফে এই ধরনের কোনও মন্তব্য করা হয়নি। কোথাও রাজ্যের মুখ্যসচিব এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। লকডাউন বাড়ানো অথবা লকড়াউন সংক্রান্ত কোন নিয়ম নিয়ে রাজ্যের তরফে কোনও সিদ্ধান্তের কথাও জানানো হয়নি বলে টুইটারে উল্লেখ করা হয়েছে । তবে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যের মতামত লিখিত আকারে শনিবারের মধ্যে জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রবিবার ‘মন কি বাত ‘ অনুষ্ঠানে লকডাউন নিয়ে পরবর্তী ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.