পয়লা জুন থেকে রাজ্যে খুলছে ধর্মীয়স্থান: মুখ্যমন্ত্রী

0
1

পয়লা জুন থেকে রাজ্যে সমস্ত ধর্মীয়স্থান খুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ট্রেনে যখন একসঙ্গে গাদাগাদি করে হাজার হাজার মানুষকে রাজ্যে পাঠাচ্ছে কেন্দ্র, তখন ধর্মীয়স্থানে প্রার্থনা করা যাবে না কেন? তিনি বলেন, এই বিপর্যয়ের সময় ধর্মীয়স্থানে একটু প্রার্থনা করলে মানুষ মনে শান্তি পাবেন। তবে এক্ষেত্রে কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

• ধর্মীয় স্থানের ভিতরে ভিড় করা যাবে না

• ১০ জনের বেশি একসময়ে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চে জমায়েত করা যাবে না

• বড় জমায়েত, উৎসব বা পুজো ধর্মীয়স্থানে করা যাবে না

• ১ জুন সকাল দশটা থেকে এই নিয়ম চালু হবে