লকডাউনে রামমন্দির নির্মাণ শুরুতে ক্ষুব্ধ পাকিস্তান

0
1

দেশ জুড়ে মারণ ভাইরাসের আক্রমণের মধ্যেও বন্ধ নেই ধর্ম নিয়ে রাজনীতির তরজা। অযোধ্যায় চলছে রামমন্দিরের নির্মাণের প্রক্রিয়া। লকডাউনের মধ্যেই নির্মাণস্থলে গিয়ে পুজোর পর রাম মন্দিরের কাজ শুরুর ঘোষণা করেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহন্ত নিত্যগোপাল দাস। এবার এই বিষয় নিয়ে আপত্তি তুলল পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের টুইটার হ্যন্ডেলে বলা হয়েছে, বিশ্ব যখন করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে লড়ছে, তখন আরএসএস-বিজেপি হিন্দুত্বের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে ব্যস্ত। এই ঘটনার নিন্দা করেছেন তারা।

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি অভিযোগ করেছেন, পাকিস্তানকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানি দিচ্ছে ভারত। তবে তাঁরা সংযম দেখাবেন বলে জানিয়েছেন তিনি।কুরেশির দাবি, একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামিয়েছে পাক বাহিনী। যদিও ড্রোন সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেননি পাক বিদেশমন্ত্রী।