করোনা সংক্রমণ বদলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বাইরের জীবনের বদলে ঘরই হয়েছে আপন।প্রকৃতির নিজস্ব স্রোতের বিপরীতে এতদিন চালনা করেছি আমরা। কিন্তু প্রকৃতি যখন প্রতিশোধ নিচ্ছে, সেই সময় কার্যত কিছুই করার নেই আমাদের। সব কিছুর শেষে এটাই প্রমাণ হয় যে প্রকৃতির মানবজাতিকে দরকার নেই। কিন্তু বেঁচে থাকতে গেলে মানবজাতির প্রয়োজন প্রকৃতিকে। প্রকৃতিই আসল হিরো। আর আমরা এখানে জিরো। এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে তন্ময় রায় এবং প্রীতম কুণ্ডুর শর্ট ফিল্ম কাম মিউজিক ভিডিও জিরো।
এই শর্ট ফিল্ম কাম মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন টালিগঞ্জের প্রথম সারির অভিনেতারা। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মৌবনী সরকার সহ বিশিষ্ট অভিনেতারা। পাশাপাশি গান গেয়েছেন সিধু, পটা সহ ১২ জন শিল্পী। ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। ছবির শেষে দেখানো হয়েছে প্রকৃতি এবং মানবজাতি আলিঙ্গন করছে। কেউ হেরে যাচ্ছে না।
মিউজিক ডিরেক্টর প্রীতম কুণ্ডু বলেন, “আমরা এমন একটা সময়ে ফিরে যাচ্ছি যেখানে কোনও আর্টিফিশিয়াল জিনিস নেই। বাড়ির খাবার খাচ্ছি। বাইরে গিয়ে নাইট ক্লাব বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করা নেই।” ৩১ মে ইউটিউবে এই ছবি রিলিজ করবে। প্রীতম কুণ্ডু জানান, “ছবি থেকে যা আয় হবে তা দিয়ে করোনা মোকাবিলায় সাহায্য করব আমরা।”