১৫ দিন মেয়াদ বাড়িয়ে ফের ‘ লুঙ্গি’ লকডাউন!

0
1

৩১ মে রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। বেশ কিছু ক্ষেত্রে আনা হয়েছে শিথিলতা। এরই মধ্যে কেন্দ্র ইঙ্গিত দিয়েছে আরও ১৫ দিন বাড়তে পারে লকডাউনের মেয়াদ। অনেকেই প্রশ্ন তুলছেন ফের চালু হবে লুঙ্গি’ লকডাউন? সব খুলে দিয়ে, ফের লকডাউন বাড়ানোকেই অনেকে ‘লুঙ্গি’ লকডাউন বলছেন।

চতুর্থ দফার লকডাউনের মধ্যে ট্রেন-বাস-বিমান চালু হয়ে গিয়েছে। এদিকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারিত হবে বেতার মাধ্যমে। বিভিন্ন মহলের ধারণা ওইদিনই ফের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলবেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লকডাউনের পঞ্চম দফায় অধিকাংশ রাজ্য শিথিলতা থাকবে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর, সুরাত এবং কলকাতার মতো ১১টি রাজ্যে লকডাউনের কড়াকড়ি থাকবে। ক্যাবিনেট সচিব রাজীব গৌবা বৃহস্পতিবার সংশ্লিষ্ট শহরের পুর কমিশনার ও জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন। পঞ্চম দফা লকডাউনে গোয়া ও কর্নাটক সরকার চাইছে হোটেল ও হসপিটালিটি সেক্টরকেও খুলে দিতে। এই ‘ লুঙ্গি ‘ লকডাউনের কী দরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।