১ ও ৮ জুন: পুরোপুরি খুলবে চা-পাট, সরকারি-বেসরকারি সংস্থা

0
1

চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। তারপরে আর লকডাউন বাড়ানো হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র। এই পরিস্থিতিতে চা ও পাট শিল্পে ১০০% কর্মী নিয়ে পয়লা জুন থেকে কাজ শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ৮ জুন থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় ১০০% কর্মী নিয়ে কাজ করা যাবে। তবে একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,

• সমস্ত অফিসে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক

• কর্মীদের মাস্ক পরতে হবে

• যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে

তবে শিক্ষা প্রতিষ্ঠান জুন মাসে খোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আস্তে আস্তে দোকান খোলারও নির্দেশ দিয়েছেন তিনি।