স্বাধীন ভারতের প্রথম আদিবাসী উপাচার্য সোনাঝরিয়া মিনজ

0
1

ঝাড়খণ্ডজুড়ে এখন ঝলমলে হাসি। ঘরের মেয়ে ঢুকে পড়েছে ইতিহাসে৷ তবে সময় লেগেছে ৭৩ বছর৷ দেশের স্বাধীনতার পর এই প্রথম৷

ইতিহাস তো বটেই৷

সিধো কানো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন দিল্লির ‌জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনাঝরিয়া মিনজ৷ শুক্রবার ওনার হাতে নিয়োগপত্র তুলে দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মূ। স্বাধীন ভারতের প্রথম আদিবাসী উপাচার্য সোনাঝরিয়া মিনজ। ঝাড়খণ্ড সরকার তাঁর নিয়োগের নোটিফিকেশন জারি করে বুধবার। কিন্তু তখন তিনি দিল্লিতে। বৃহস্পতিবার সেই খবর পেয়েই বিমান ধরেন রাঁচির। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সোনাঝরিয়ার বিষয় ছিল অঙ্ক। রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সোনাঝ‌রিয়া ১৯৮৬ সালে কম্পিউটার সায়েন্স পড়তে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে।সোনাঝরিয়া জানেন তাঁর সাফল্যের কথা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বিশেষ মুহূর্তে কী মনে পড়ছে? প্রশ্ন শুনেই সোনাঝরিয়া একগাল হেসে বলেছেন,”স্কুলের অঙ্ক শিক্ষক বলতেন তোমার দ্বারা অঙ্ক হবে না।”