চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হওয়া সময়ের অপেক্ষামাত্র। যদিও দেশে যেভাবে সংক্রমণের হার বাড়ছে, তাতে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৬৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের। বিশ্বের করোনা পরিসংখ্যানের নিরিখে ভারত এখন নবম স্থানে। এখনও পর্যন্ত ৬৭ হাজার ৬৯২ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বাংলায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড হারে করোনা সংক্রমণের পরিসংখ্যানের কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর।
অসমে করোনা সংক্রমণের হার যেভাবে উর্ধ্বমুখী তাতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। গত চার দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে ।অসমে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০তে। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পরই এই সংক্রমণের পারদ উর্ধ্বমুখী বলে মনে করছেন বিশেষজ্ঞরা । এদের সকলকেই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে । তবু একে অপরের থেকে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছেই।
ক্রমশই অবনতির দিকে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি।
এরই পাশাপাশি, অসমে দিনদিন বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৩০ জেলার ৪ হাজার ৬০০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। বন্যাতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.