কীভাবে আধার কার্ডের মাধ্যমে পাবেন প্যান কার্ড?

0
2

আধার কার্ড সংযুক্তিকরণের মাধ্যমে মিলবে প্যান কার্ড জেনে নিন সেই পদ্ধতি-

১. ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে ঢুকতে হবে আবেদনকারীকে।

২. নিজের আধার কার্ডের নম্বর নথিভুক্ত করতে হবে নির্দিষ্ট জায়গায়।

৩. আধার কার্ড রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপি যোগ করতে হবে সংশ্লিষ্ট কলমে।

৪. প্রক্রিয়া শেষ হলে ১৫ সংখ্যার নম্বর দেওয়া হবে আবেদনকারীকে। কতদিনের মধ্যে প্যান কার্ড পাওয়া যাবে তা ওই নম্বর দেখেই যাচাই করতে পারবেন আবেদনকারীরা।

৫. ই-প্যান কার্ড ডাউনলোড করা যাবে।

৬. এই প্যান কার্ড মিলবে একেবারেই বিনামূল্যে।

কেন্দ্রীয় বাজেটে এই প্যান কার্ড পরিষেবার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যাদের আধার কার্ড নম্বর এবং রেজিস্টার করা মোবাইল নম্বর রয়েছে তাঁরা এই পরিষেবা পাবেন।