বিপন্ন বিরোধীদের পাশেও থাকুন, নির্দেশ অভিষেকের

0
4

“করোনা বা আমফানে যদি বিরোধী দলের কর্মী সমর্থকরাও আক্রান্ত হন, বিপন্ন হন, তাঁদের পাশে দাঁড়ান। সবরকম সহযোগিতা করুন। রাজনীতি পরে হবে।” যুব তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, “দলমত জাতিধর্ম না দেখে বিপদে পড়া মানুষের কাছে সবরকম পরিষেবা পৌঁছে দিতে হবে।”