আবার ভূমিকম্প রাজধানীতে

0
4

করোনার মাঝে এই নিয়ে পঞ্চমবার দেশে ভূমিকম্প। এবার রাজধানী দিল্লি। শুক্রবার রাত ৯.০৮ মিনিটে আচমকা ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। দিল্লিসহ নয়ডা, গুরগাঁওয়তেও অনুভূত হয় কম্পন। ক্ষয়ক্ষতির খবর নেই। ১৫ মেতেও রাজধানীতে ভূমিকম্প হয় সকাল ১১.২৮মিনিটে। রিখটারে এর মাত্রা ছিল ২.২।