জল ছাড়বে ডিভিসি, সতর্ক হচ্ছে শ্রীরামপুর

0
1

আমফানের পরে বুধবারের ঝড় বৃষ্টি- আর তার জেরেই এবার ডিভিসির জল ছাড়ার সিদ্ধান্ত।হুগলির শ্রীরামপুরে পুরসভার পক্ষ থেকে সতর্কতার বার্তা জারি করা হল। শুক্রবার সকাল থেকেই মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। ডিভিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্র-শনিবারের মধ্যে জল ছাড়া হতে পারে। যার জেরে বাড়বে গঙ্গার জলস্তর। আর তার থেকেই প্লাবিত হতে পারে শহরতলি। জলস্তর বাড়তে পারে দু থেকে তিন ফুট। ফলে অপেক্ষাকৃত নীচু জায়গায় জল ঢুকতে পারে। ফলে সেই অনুযায়ী, ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়।

সকাল থেকে প্রশাসনের সতর্কতার জেরে তৎপর ব্যবসায়ীরাও। আমফানে এমনিতেই বেশ কিছু নীচু দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে মালপত্র।তারপর আবার ও যদি জল ঢোকে তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। তাই মালপত্র বাঁচাতে সকাল থেকেই উঠে পড়ে লেগেছেন সকলে।