সুমির কমিউনিটি কিচেনে সাহায্য চিকিৎসক উজ্জ্বল আচার্যের

0
1

সমাজ এখনও মেনে নিতে পারেনি তাঁদের। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বাঁকা চোখেই দেখা হয় সুমিদের। কিন্তু বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা। কোচবিহারের ঘুঘুমারির মাথাভাঙ্গা রোডের বাসিন্দা সুমি দাস। আদতে রূপান্তরকামী তিনি। তবে এই দুঃসময়ে ঘরে বসে থাকেননি।তৃতীয় লিঙ্গের মানুষদের সাহায্য করার জন্য খুলেছেন কমিউনিটি কিচেন। আর তাঁর এই কাজে এগিয়ে এলেন চিকিৎসক উজ্জ্বল আচার্য।

মার্চের শেষ থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। এই কাজ তিনি ছ’ মাস চালাবেন বলে জানিয়েছেন সুমি। সুমির এই কমিউনিটি কিচেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিনহাটার চিকিৎসক উজ্জ্বল আচার্য। শুক্রবার দিনহাটা থেকে গিয়ে সুমিকে আর্থিক সাহায্য করেন চিকিৎসক। চাল, ডাল, আলু, নুন, তেল কেনার জন্য টাকা দেন তিনি। চিকিৎসকের এই সাহায্যে খুশি সুমি দাস।