সারা দেশের মতো করোনা সংক্রমণের হাত থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গও। বিশেষ করে আমফান পরবর্তী সময়ে উদ্বেগ আরও বাড়ছে। গতকাল, বৃহস্পতিবার রেকর্ড আক্রান্তের পর আজ সংখ্যাটা সামান্য কম হলেও রাজ্যে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ।
রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৮১৩। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৩০। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ভবনের তরফে আরও নজানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৭৩৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১,৭৭৫।





























































































































