লকডাউনের মধ্যেই বিশেষ কিছু ক্ষেত্রে পরিষেবা দিচ্ছে রেল। ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। ফিরছেন আটকে পড়া সাধারণ মানুষও। আর তাতেই বাড়ছে ভাইরাসের সংক্রমণ। একাধিক রাজ্যে এই চিত্র উঠে এসেছে।
করোনা সংক্রমণ এক ধাক্কায় ১০৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১২ মে ভারতে করোনা সংক্রামিতের সংখ্যা ছিল ৭৪,৬২৪ জন। ২৫ মে সেটা বেড়ে হয়েছে ১,৪৫,৩৮০ জন। এই কয়েকদিনে শুধুমাত্র মহারাষ্ট্রে সংক্রমণ ২৯,২৬৬ জনের। শতকরা হিসাবে যা ১২৫ শতাংশ বেড়েছে। ট্রেন চলা শুরু হওয়ার পর নাগাল্যান্ড, সিকিমের মত রাজ্যেও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মণিপুরে ২ থেকে বেড়ে করোনা সংক্রমণ ছড়িয়েছে ৩৯ জনের মধ্যে। একই অবস্থা গোয়া, ছত্তিশগড়, ত্রিপুরার। এক লাফে পশ্চিমবঙ্গেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৪০০০ ছাড়িয়ে গিয়েছে।
কেন্দ্র আগেই ঘোষণা করেছে, ১ জুন থেকে টাইম টেবিল মেনে ২০০টি নন এসি ট্রেন চলবে। এদিকে গবেষকরা আগে জানিয়েছিলেন জুন মাসে সংক্রমণ হবে সর্বাধিক। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন একাংশ। অনেকের আশঙ্কা, ট্রেন চালু হলে সংক্রমণের হার আরও বাড়বে।































































































































