করোনাকে ‘পাশবালিশ’ করেই চলতে হবে: মমতা

0
1

করোনাকে রুখতে গেলে জীবন যাপনে অনেকটাই পরিবর্তন আনতে হবে। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা যেহেতু হটস্পট এলাকা থেকেই রাজ্যে ঢুকছেন, ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন এই করোনাকে সঙ্গী করেই চলতে হবে”। প্রথম দুমাস রাজ্য যথেষ্ট সর্তকতা অবলম্বন করে করোনা সংক্রমণ রোধের চেষ্টা করেছে। কিন্তু এখন কেন্দ্রের সিদ্ধান্তের কারণে রাজ্যের কিছু করার নেই।

তিনি বলেন, যেহেতু ছোঁয়া থেকে রোগ ছড়ায়, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। দ্রুত করোনা ছড়াচ্ছে। সেই কারণে ব্যক্তিগত সুরক্ষার উপর জোর দেওয়া কথা বলেন মুখ্যমন্ত্রী।

বাড়ির বাইরে গেলে মাস্ক পরতেই হবে।

স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে।

সামাজিক দূরত্ব রাখতেই হবে।

মুখ্যমন্ত্রী জানান, বাসে ২০ জনের বেশি নেওয়া যাবে না। বাসে বেশি লোক ওঠার জন্য কন্ডাক্টরের উপর জোর করবেন না। তাঁর গায়ে হাত দেবেন না, তাহলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
“বসার সিটে সবাই বসুক। কেউ যেন দাঁড়িয়ে না যায়”- সেদিকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিক বৈঠকে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনাকে পাশবালিশ করে নিয়েই আমাদের চলতে হবে”।