বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ বন্ধই থাকছে

0
3

রাজ্য সরকার ১জুন থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও সোমবার থেকে খুলছে না বেলুড় মঠ। বেলুড় মঠ কর্তৃপক্ষ শুক্তবার জানিয়ে দিল এখনই জনগণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না বেলুড় মঠ। অন্তত আরও ১৫দিন বন্ধ থাকছে মঠ ও মন্দির। ১৫দিন পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বেলুড় মঠের পথ ধরে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষও জানিয়ে দিয়েছে, সোমবার থেকে খুলছে না মন্দির। দক্ষিনেশ্বর মন্দিরের কর্তা কুশল চৌধুরী জানিয়েছেন, সোমবার থেকে খুলছে না মন্দির। অন্তত আরও সাতদিন বন্ধ রাখা হচ্ছে মন্দির। তারপর ফের বৈঠক করে সিদ্ধান্ত হবে। বন্ধ থাকছে তারাপীঠ মন্দিরও।