বেলুড়ের পর টালিগঞ্জে দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু

0
1

বেলুড়ের পর টালিগঞ্জ। ফের দমকল কর্মীর মৃত্যু। নির্মমভাবে মৃত্যু হল এক দমকল কর্মীর। ঘটনাস্থল টালিগঞ্জ ফায়ার স্টেশন। দমকলের গাড়ি বের করতে গিয়ে বিপত্তি। গাড়ি পিছন দিক দিয়ে বের করা হচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোহার খুঁটিতে ধাক্কা মারেন। খুঁটির কাছকাছি দাঁড়িয়ে ছিলেন দমকল কর্মী দেবনারায়য়াণ পাল। বছর ৩১-এর এই যুবকের মাথায় এসে পড়ে লোহার খুঁটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃত– দেবনারায়ণ পাল

জানা গিয়েছে, স্টেশন অফিসার কৃষ্ণেন্দু কুন্তল দমকলের গাড়ি চালানো শিখছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারেন তিনি। সেটি ভেঙে পড়ে দেবনারায়ণের উপর। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই দমকল কর্মীর। অভিযুক্ত স্টেশন অফিসারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হতে পারে বলে জানা যাচ্ছে।

গাড়ি চালাচ্ছিলেন অফিসার কৃষ্ণেন্দু কুন্দন