আমফানের তাণ্ডবে এখনও বিপর্যস্ত বাংলা। কিন্তু তাতেও রক্ষা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সঠিক প্রমাণ করে গতকাল, বুধবার সন্ধেয় কালবৈশাখীর পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। এখনও মেঘলা আকাশ।
গতকাল সন্ধে ৬টা থেকে আজ, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত কলকাতার কোথায় কতটা বৃষ্টিপাত হলো দেখে নিন এক নজরে–
১) ধাপা ৬৫ মিলি মিটার।
২) নিউ মার্কেট এলাকায় ৫৯ মিলি মিটার।
৩) ঠনঠনিয়াতে ৫৮ মিলি মিটার।
৪) তপসিয়া ৪২ মিলি মিটার।
৫) বালিগঞ্জ ৩৫ মিলি মিটার।
৬) পামার বাজার ৩৮ মিলি মিটার।
৭)উল্টোডাঙা ৩০ মিলি মিটার।
৮) কালীঘাট ৩০ মিলি মিটার।
৯)জোকা ৪৩ মিলি মিটার।




























































































































