বৃহস্পতিবার শুরু হল কলকাতা থেকে বিমান চলাচল। এদিন সকাল ৬টা ১৫ মিনিটে দমদম বিমানবন্দর থেকে প্রথম উড়ান গেল গুয়াহাটিতে। বিমানবন্দরে প্রবেশের সময় একটু এগিয়ে আনা হয় অর্থাৎ নির্ধারিত বিমান ছাড়ার বেশ কিছুক্ষণ আগেই যাত্রীদের বিমানবন্দরে চলে আসতে হয়েছে। প্রতি পদক্ষেপে সামাজক দূরত্বের উপর নজর রাখা হচ্ছে। আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে থাকা বাধ্যতামূলক। মুখে মাস্ক হাতে গ্লাভস থাকতেই হবে। যাত্রীদের জিনিসপত্রও স্যানিটাইজড করা হচ্ছে। টিকিট পরীক্ষার জায়গাতেও দূরত্ব রাখা হচ্ছে এবং নতুন মেশিন ইনস্টল করা হয়েছে। বোর্ডিং পাস ইস্যু করা জায়গাতেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা হচ্ছে। অধিকাংশ নিরাপত্তাকর্মী পিপিই কিট ব্যবহার করছেন। করোনার জেরে বিমানবন্দরের নিয়মকানুন পালন করার জন্য হাতে অতিরিক্ত সময় এবার থেকে রাখতেই হবে।




























































































































