মুম্বই থেকে হেঁটে বাংলা: গন্তব্য অসমে পৌঁছে দিল কোচবিহার প্রশাসন

0
1

মুম্বই থেকে হেঁটে রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। অসমের ডিব্রুগড়ের বাসিন্দা দীপক বরুয়ার দাবি, কোনরকম যানবাহন পাননি তিনি। দু মাসের বেশি সময় ধরে হেঁটে ঘরের কাছে এসে কোচবিহারে পৌঁছন তিনি। বিহারে তাঁর সমস্ত জিনিস ছিনতাই হয়ে যায় বলে অভিযোগ দীপকের। বুধবার রাতে তুফানগঞ্জ ন্যাশনাল ক্লাবের কাছে রাস্তায় তাঁকে বসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই দীপকের খাওয়ার ব্যবস্থা করেন। খবর পাঠানো হয় তুফানগঞ্জ থানায়। কোচবিহার জেলা প্রশাসনের তৎপরতা একটি বিশেষ অ্যাম্বুল্যান্সে করে তাঁকে অসমে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। সেই সঙ্গে তাঁর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। মাথাভাঙা হাসপাতাল সূত্রে খবর, দীপকের করোনার কোনও উপসর্গ নেই। তবে তিনি কিছুটা দুর্বল রয়েছেন।