পরিযায়ীদের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই, সাফ জানাল সুপ্রিম কোর্ট

0
1

পরিযায়ী মামলা নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানাল, পরিযায়ীদের দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই।

সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল বৃহস্পতিবার জানালেন, এখনও পর্যন্ত ৯১লক্ষ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেলের কাছে জানতে চায়, ঠিক কতদিনের মধ্যে শ্রমিকদের ফেরানো সম্ভব হবে? শ্রমিকদের ফেরানোর নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করুক কেন্দ্রীয় সরকার। আর ততদিন শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করুক রাজ্য। কিন্তু তাদের কাছ থেকে কোনও টাকা নেওয়া যাবে না। আর শ্রমিকরা ফিরতে চাইলে তাদের বাধাও দেওয়া যাবে না।