পরিযায়ী শ্রমিকদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছেন অভিনেতা সোনু সুদ। অভিনেতার উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানতে নিজে খুলেছেন টোল ফ্রি হেল্পলাইন নম্বর৷ এবার নিজের ফোনের মেসেজ বক্সের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।
নিজের ফোনের স্ক্রিনশট শেয়ার করেছেন সোনু সুদ৷ একটি ভিডিওতে আপলোড করে অভিনেতা লিখেছেন, ‘অনেক মেসেজ পাচ্ছি সারাদিন৷ সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করছি৷ কিন্তু কোনও মেজেস মিস হলে ক্ষমা করবেন’৷ ছবিতে দেখা যাচ্ছে, তাঁর ফোনে ঢুকছে পরিযায়ী শ্রমিকদের মেসেজ৷ যার জেরে তাঁর ফোনের ইনবক্স উপচে পড়ছে৷ সোনু সুদের কাজে প্রশংসা করেছেন অভিনেতা অজয় দেবগণ থেকে ক্রিকেটার শিখর ধাওয়ান।
आपके संदेश हमें इस रफ़्तार से मिल रहें हैं। मैं और मेरी टीम पूरी कोशिश कर रहें हैं हर किसी को मदद पहुँचे! लेकिन अगर इस में हम कुछ मेसजेज़ को मिस कर दें, उसके लिए मुझे क्षमा कीजिएगा ? pic.twitter.com/wS7vVk9bjv
— sonu sood (@SonuSood) May 27, 2020