ফাঁকা মাঠে খেলা, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মেসি

0
1

করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাস হতে চললো মাঠে নামতে পারছেন না লিওনেল মেসিরা। বার্সেলোনার অধিনায়কের অবশ্য খেলার জন্য আর তর সইছে না। যদিও দর্শকশূন্য স্টেডিয়াম তার কাছে অদ্ভুত মনে হচ্ছে। তবে ফিরতে পুরোপুরি প্রস্তুত তিনি।আগামী জুনের ৮ তারিখ থেকে স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারে অনুমতি দিয়েছে দেশটির সরকার।স্বাভাবিকভাবেই মাঠে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। একটি ওয়েবসাইটে মেসি বলেছেন, ‘এই বছরটা দ্রুত ভুলে গিয়ে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে ।’
তিনি আরও বলেছেন, ‘ফাঁকা মাঠে খেলাটা সকলের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমার নিজেরই তো সেটা ভেবে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে এখন যা পরিস্থিতি, তার সঙ্গে মানিয়ে নিতেই হবে। এই সময়ে মানসিকভাবে নিজেকে তৈরি রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে হচ্ছে যেন শূন্য থেকে শুরু করব।’
তিনি বলেছেন, ‘ করোনা সংক্রমণ যে গোটা বিশ্বকে স্তব্ধ করে দেবে কেউই তা অনুমান করতে পারেননি। এমন একটি অনিশ্চয়তার মধ্যে জীবন কাটছে যে, বেঁচে থাকা এবং কাজ করাই কঠিন হয়ে পড়ছে। যে কোনও ক্রীড়াবিদের কাছেই মনঃসংযোগ ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি।’
মেসি জানিয়েছেন , লকডাউন চলাকালীন বাড়িতে প্রত্যেকদিন অনুশীলন করেছেন । তবে দলের সঙ্গে অনুশীলন এবং এককভাবে অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।