কোভিডের প্লাজমা থেরাপির সাফল্যের আশায় ‘চাতক’ চিকিৎসক, আমজনতা

0
1

এবারে রাজ্যের শুরু হল প্লাজমা থেরাপির ট্রায়াল। রাজ্যে এই প্রথম। কলকাতা মেডিক্যাল কলেজের এক দল চিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞর নেতৃত্বে এই প্লাজমা থেরাপির ট্রায়াল হতে চলেছে। কোভিড চিকিৎসায় এই পদক্ষেপ রীতিমতো গুরুত্বপূর্ণ।

এই কর্মকান্ডের অন্যতম উদ্যোক্তা ডাক্তার প্রসূন ভট্টাচার্য জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হাওড়ার এক ব্যক্তি সুস্থ হয়েছেন কয়েকদিন আগে। তাঁর দেহ থেকে প্লাজমা নিয়েই এই পরীক্ষা করা হবে। প্রায় ৪১০মিলি লিটার প্লাজমা তাঁরা নিয়ে তা স্টেরাইল করে মাইনাস ৮০ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়। এবার কোভিডে আক্রান্ত দুই রোগীর দেহে এই প্লাজমা (২০৫ মিলিলিটার করে) প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহতে এই পরীক্ষা করা হবে। ডাঃ ভট্টচার্য জানান, আইসিএমআরের সঙ্গে তাঁদের এই থেরাপির পার্থক্য রয়েছে। কারণ আইসিএমআর প্রাথমিকভাবে আক্রান্তদের দেহে প্লাজমা প্রতিস্থাপনে আগ্রহী। কিন্তু তাঁরা সেই দুজন রোগীর দেহে প্লাজমা প্রতিস্থাপন করতে চলেছেন, যাঁরা সিভিয়র, এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে। দেখার বিষয় প্লাজমা থেরাপি আদৌ সাফল্য পায় কিনা। সাফল্য পেলে নতুন দিগন্ত খুলে যাবে।