সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতের পোস্ট থেকে শুরু করে সারি সারি গাছের সমাধি ছিল রাজপথ থেকে অলিগলি। স্তব্ধ হয়ে গিয়েছিল তিলোত্তমা কলকাতা। শহরকে স্বাভাবিক ছন্দে ফেরাতে প্রয়োজন ছিল দ্রুত উদ্ধার ও সাফাই কাজ। দেরিতে নেমেও যে কাজ খুব দক্ষতার সঙ্গে করেছে ন সেনা জওয়ানরা।
আর আমফান পরবর্তী কলকাতায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। আজ, বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে মেজর জেনারেল সতবীর সিংকে লেখা চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ফিরহাদ হাকিম।
চিঠিতে তিনি লিখেছেন, “কঠিন সময়ে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে পুরসভার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল সেনাবাহিনী। এরকম একটি প্রাকৃতিক দুর্যোগের পর শহরবাসীর দুর্ভোগ নিরসণে দ্রুততার সঙ্গে পুরসভাকে সহযোগিতা করেছে তারা।”
ফিরহাদ হাকিম আরও লিখেছেন, “দেশের বিভিন্ন অংশে জরুরি পরিস্থিতিতে এভাবেই কাজ করেছে সেনাবাহিনী। আমরা ভারতীয় সেনার জন্য গর্বিত। কলকাতাবাসীর পক্ষ থেকে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।”




























































































































