বুধবার রাতের ঝড় বৃষ্টি ফের মনে করিয়ে দিল তার আগের বুধবারের আমফানকে। অল্প সময়ের এই বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরামবাগ মহকুমার প্রচুর বাড়ি। টিনের চাল উড়ে গিয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। গাছ পড়ে মৃত্যু হয়েছে একজনের, আহত আরও ২ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় এসএকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাছ পড়ে যার মৃত্যু হয়েছে তার নাম লালমোহন। তিনি আরামবাগের হরাদিত্য এলাকার বাসিন্দা, বয়স ৪০।





























































































































