একদিনে কলকাতায় আক্রান্ত ৫৭, এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে সর্বাধিক

0
1

গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ জন৷

এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণে এটাই সবথেকে বেশি৷
বৃহস্পতিবার রাজ্যেও সবথেকে বেশি দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিন রাজ্যে একলাফে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জন৷

এর আগে গত ২৪ মে রাজ্যে একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছিলো ২০৮ জন৷ রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের৷ এদিন এমনই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এদিন ৩ জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷
উত্তর দিনাজপুরে ৪৩ জন, উত্তর ২৪ পরগনায় আক্রান্তের ৪২ জন এবং হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৩৫ জন।