করোনা আক্রান্ত হয়ে মৃতদের শেষকৃত্যের জন্য খোঁড়া হচ্ছে গণকবর। ঘটনা দেশের করোনা সংক্রমণের তালিকায় এক নম্বরে থাকা মহারাষ্ট্রে। দেশের এক-তৃতীয়াংশের বেশি করোনা আক্রান্ত রয়েছেন মুম্বইতে। সেখানেই খোঁড়া হচ্ছে এই গণকবর। মুম্বইয়ের মেরিন লাইন্স এলাকায় গণকবর খোঁড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ২০টি কবর এ পর্যন্ত খোঁড়া হয়েছে। সেখানেই করোনায় মৃতদেহ কবর দেওয়া হবে। তবে তার জন্য কয়েকটি বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।