বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে প্রায় ৪৪ বছর ধরে যুদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর ওইসব যুদ্ধে প্রাণহানির চেয়ে শুধুমাত্র করোনাভাইরাসের আক্রমণে মাত্র চার মাসের মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যুমিছিল কবে কোন সংখ্যায় গিয়ে শেষ হবে কেউই জানে না৷ করোনা ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে চিনা ভাইরাস ও অদৃশ্য শত্রু বলে উল্লেখ করে বলেছিলেন অভূতপূর্ব
সংকট শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ থেকে ১৯৫৩ সালে হওয়া কোরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৩৬ হাজার সেনা মারা যান। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত হওয়া ভিয়েতনামের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার সেনা মারা যান। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত হওয়া ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৪ হাজার সেনা মারা যান। ২০০১ থেকে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধে মারা গিয়েছেন ২ হাজার মার্কিন সেনা। আর এইসব যুদ্ধে যুক্তরাষ্ট্রে সর্বমোট মারা গেছেন ১ লাখ ৫০০ সেনা। অন্যদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ১ লাখ ২ হাজার ১০৭ জন।




























































































































