হাল্লারাজার মন্ত্রী-ই করোনা যুদ্ধের শেষ অস্ত্র, কণাদ দাশগুপ্তর কলম

0
1
কণাদ দাশগুপ্ত

চার নম্বর লকডাউন শেষ হওয়ার মুখে৷ কাটতে চলেছে প্রায় ৬৫ দিন৷ গোটা দেশ টানা লকডাউনে৷ অথচ করোনায় সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ? দেশবাসীর স্বাস্থ্য তথা জীবন নিয়ে সমানে চলছে ছিনিমিনি খেলা ! চতুর্থ দফার লকডাউনের শেষ পর্যায়েও দেশে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত।

গত ২৪ মার্চ, ২০২০, দেশজুড়ে এক নম্বর লকডাউন ঘোষণার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে ২১ দিন চেয়েছিলেন করোনা- নিয়ন্ত্রণের জন্য৷ সেদিন মোদিজি ঘোষণা করেছিলেন, ২৫ মার্চ, ২০২০ থেকে ১৪ এপ্রিল,২০২০, এই ২১দিন দেশজুড়ে চলবে লকডাউন৷ দেশবাসী সরকারের পাশে থেকে এই ২১ দিন ঘরবন্দি থাকলেই ‘গ্রেফতার’ করা যাবে করোনাভাইরাসকে৷

২১ দিনে কিছুই হয়নি৷ এর পর দ্বিতীয় দফায় ১৫ এপ্রিল থেকে ৩ মে, তৃতীয় দফায় ৪ মে থেকে ১৭ মে, চতুর্থ দফায় ১৮ মে থেকে ৩১মে পর্যন্ত গোটা দেশে টানা লকডাউন৷ ২১দিনের আশ্বাস দিয়ে প্রায় ৬৬ দিন ভারতকে তালাবন্ধ করে রাখলেন নরেন্দ্র মোদি৷ কিন্তু কাজের কাজ কতখানি হলো ?

গত ৫-৬ দিন ধরে কেন্দ্রীয় সরকার দেশে করোনা সংক্রমণে যে ছবি তুলে ধরছে, তা ভয়াবহ৷
হ্রাস পাওয়া তো দূরের কথা, করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে ৷ বৃহস্পতিবার কেন্দ্রের হিসেব বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬,৫৬৬ জন, মৃত্যু হয়েছে ১৯৪ জনের৷ এটা একদিনের হিসেব৷ এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৮, ৩৩৩ জন। মৃত্যু হয়েছে ৪,৫৩১ জন রোগীর। ৩ সপ্তাহ সময় চাওয়া দেশের প্রধানমন্ত্রীকে ৮ সপ্তাহের বেশি সময় দিয়েছেন দেশের মানুষ৷ অপরিসীম ব্যর্থতা পরতে পরতে ফুটে উঠছে৷ এখনও দেশে একদিনে করোনায় মরছেন ১৯৪ জন৷

এই মূহুর্তে যদি প্রশ্ন তোলা হয়, গত ১৪ মে ভারতবর্ষে কোয়ারাইন্টাইনে ছিলেন সাড়ে ১১ লক্ষের কিছু বেশি মানুষ ৷ এর ঠিক ১২ দিন পর, ২৬ মে’র হিসেব বলছে ভারতে কোয়ারান্টাইনে ছিলেন ২২ লক্ষ ৮১ হাজার ২৫০ জন। মাত্র ১২ দিনে কোয়ারান্টাইনে থাকা মানুষদের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এর দায় কার ? করোনা-সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সরকার এইভাবে ব্যর্থ কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর কেউ দেবে না৷

আসলে যে কায়দায় দেশে লকডাউন নামক স্ট্যান্ড-আপ কমেডি চলছে তাতে এই হিসেব খুব একটা অপ্রত্যাশিত নয়৷ পরিযায়ী শ্রমিকদের যাতায়াত , বিদেশ থেকে নাগরিকদের উদ্ধার করে আনা আর দেশের মধ্যে ঘরোয়া উড়ান আর ট্রেন চলাচলের কারণে করোনারোগীর সংখ্যা যে বাড়তোই, মোদি-শাহ এটা না জানার মতো নির্বোধ নন৷ এই পরিনতি অপেক্ষা করছে তা জেনেও কি এই ধরনের ‘মানুষ-মারা’ সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন ? দেশের অন্য রাজ্যের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা আজও কম থাকলেও, ছত্তীসগঢ়, ওড়িশা, বিহার, অসমে করোনা- আক্রান্তের সংখ্যা আজ বেশ উদ্বেগজনক। এই উদ্বেগ বাড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য, বিদেশ থেকে লোকজনকে দেশে আনার জন্য এবং ঘরোয়া উড়ান আর ট্রেন চলাচল চালু করে দেওয়ার কারণে৷ তাই মাত্র ১২ দিনেই কোয়ারান্টাইনে থাকা মানুষদের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে।

এটাও ঠিক, লকডাউন আরও একদফা বাড়ানো হবেই৷ এবং একইসঙ্গে লকডাউনে ছাড় দেওয়ার বৃত্ত-ও আরও বড় করা হবে৷ গত বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে নিত্যনতুন ছাড়ের ঘোষণা করেই চলেছে কেন্দ্র৷ তা সত্ত্বেও এই লকডাউনের ভণ্ডামি চালিয়ে যাওয়া হবে৷ কিসের লকডাউন ? কেন লকডাউন ? লকডাউন যদি সত্যিই লকডাউন না হয়, তাহলে কেন্দ্র এই ‘রামলীলা’ চালিয়ে যাচ্ছে কেন ? এ প্রশ্নের জবাব মিলবে না৷ তবুও পঞ্চম লকডাউন নিশ্চিত৷

তবে চরমতম এই ব্যর্থতা ঢাকতে শুধুই ‘লকডাউন’ দেশের মাটিতে এবার আর বিকোতে নাও পারে৷
এই লজ্জা ঢাকার মরিয়া কিছু প্রয়াস তো নিশ্চিতভাবেই দিল্লির কোনও প্রাসাদে চলছে৷ কিন্তু কৌতূহল একটাই, কেমন হবে করোনা- ঠেকানোর সেই ‘পাশুপাত’ অস্ত্র ?

শোনা যাচ্ছে, করোনা নিয়ন্ত্রণে চরমতম ব্যর্থতা ঢাকতে এবার নতুন রূপরেখা নিয়ে আসরে নামতে চলেছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক৷ ৪ দফার লকডাউনের প্রভাব দেশে ঠিক কতখানি পড়লো, সেই ‘রিপোর্ট’ তৈরি হচ্ছে৷ এই রিপোর্টের ভিত্তিতেই ১ জুন পরবর্তী কৌশল ঘোষণা করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
ফের নতুন মোড়কে কিছু ভালো ভালো কথা শোনানো হবে৷ দেশবাসী শুনবেন৷

বাস্তব এটাই, করোনা- নিয়ন্ত্রণের কোনও কৌশল বা বিজ্ঞান এই মূহুর্তে কেন্দ্রীয় সরকারের হাতে আর নেই৷ সব তাস খেলা হয়ে গিয়েছে৷ কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে তো হবেনা, ‘দেখনদারি’-র কাজটা চালিয়ে যেতে হবে৷ তাই পঞ্চম পর্যায়ের “কাছাখোলা” লকডাউন ফের ঘোষণা হবেই৷ সঙ্গে ফের কিছু দুর্বোধ্য নির্দেশিকা৷

কেন্দ্র চাইছে দেশবাসীর নজর করোনা থেকে সরাতে৷ করোনাকে আলোচনার বাইরে রাখতে৷ সেক্ষেত্রে করোনার থেকেও বড় ঘটনা সামনে আনতে হবে৷ দেশবাসী কতখানি ‘দেশপ্রমী’ তা বোঝানোর বাধ্যকতা তৈরি করা না গেলে ‘করোনা-মুক্তি’ ঘটবে না৷ পঞ্চম লকডাউনে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত হাতে সময় মিলবে৷ তাই এই মুহুর্তে গল্পের মতো শোনালেও, আগামী এক বা দু’সপ্তাহের মধ্যে ভারতীয় সেনা যদি ব্যস্ত হয়ে ওঠে চিন, পাকিস্তান অথবা নিদেনপক্ষে নেপালের সীমান্তে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই৷
কোনও চিকিৎসক বা গবেষক বা বিশেষজ্ঞ নয়, করোনা-সংক্রমণ থেকে দেশবাসীর নজর ঘোরাতে এই মূহুর্তে প্রয়োজন গুগাবাবা-র হাল্লা রাজার মন্ত্রীর মতো একজন৷ যিনি একবার ‘যুদ্ধ চাই যুদ্ধ’ বলে বাজারে নামলেই করোনা ভ্যানিশ ! ওদিকে সলতে পাকানোর কাজটাও তো ঠিকঠাকই চলছে৷

‘দেশপ্রেম’-এর বাজার চিরকালই তো তুঙ্গে৷