১৪ বছর আগে প্রিন্সের স্মৃতি ফিরলেও ফেরানো গেল না তেলেঙ্গানার ৩ বছরের শিশুকে

0
1

তেলেঙ্গানায় ফিরে এল ১৪ বছর আগে হরিায়ানার সেই প্রিন্সের স্মৃতি। তবে অনেক লড়াইয়ের পর সেদিন প্রিন্স বেঁচে ফিরলেও, তেলঙ্গানার ১৭ ফুট গভীর কুয়োর পড়ে আর ফেরা হলো না ৩ বছরের এক শিশুর। মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে তেলেঙ্গানার মেদক জেলায়।

খবর পাওয়ার পরই শিশুটিকে বাঁচাতে শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তারা কুয়োয় অক্সিজেন পাঠায়। কুয়োর বেড় বাড়ানোর জন্য চলে খনন কাজও। রাতভোর চলে উদ্ধার কাজ। কিন্তু শেষরক্ষা হল না।

আজ, বৃহস্পতিবার ভোরে শিশুটিকে উদ্ধার করা গেলেও, তখন তার দেহে আর প্রাণ ছিল না। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই কুয়োটি-সহ আরও দুটি এরকম কুয়ো বেআইনি ভাবে খনন করা হয়েছে। এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।