ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান! বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক-সহ গাড়ি আটক পুলওয়ামায়

0
1

করোনা আবহের মধ্যে থেমে নেই পাকিস্তান। চালিয়ে যাচ্ছে ছায়াযুদ্ধ। তবে জবাব দিতে তৎপর ভারতীয় জওয়ানরাও। এর সেই তৎপরতা জন্যই বড়সড় বিস্ফোরণ থেকে রক্ষা পেল কাশ্মীরের পুলওয়ামা।

সূত্র মারফৎ জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে। তল্লাশির ওই গাড়ি থেকে ২০ কেজি আইইডি বিস্ফোরক উদ্ধার হয়। ওই পরিমাণ বিস্ফোরক থেকে বড়সড় হামলা হতে পারত বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গাড়িতে নকল রেজিস্ট্রেশন নম্বর ছিল। এদিন সকালে এক চেক পোস্টে গাড়িটিকে দাঁড়াতে বলা হলে সেটি গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে বেরিয়ে যাচ্ছিল। সেই সময় গাড়িটিকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশ আধিকারিক জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গাড়ির চালক পালিয়ে যায়। কিন্তু গাড়িতে রেখে যায় বিপুল পরিমাণে আইইডি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।