পাঁচটি রাজ্য থেকে পরিযায়ীরা এলে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে। এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, মধ্যপ্রদেশ এবং গুজরাত। এইসব রাজ্য থেকে যাত্রীরা এলে স্কুলে স্কুলে কোয়ারেন্টাইন করতে হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্য থেকে যারা আসছেন তাদের অনেকেই করোনা আক্রান্ত। তাছাড়া এত মানুষ আসছেন তাদের জন্য কত কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা সম্ভব হবে! আমি জানতে চাইছি কেন্দ্রের কাছে এতো কোয়ারান্টাইন আছে নাকি! মুখ্যমন্ত্রী বলেন এই কারণে আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইছি। পরিযায়ীদের ফেরাতে নিয়ম মানছে না কেন্দ্র। নিয়ম মানছে না রেল। বাংলার সর্বনাশ করছে কেন্দ্র। আমি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে বলছি। করোনাকে একটা জায়গায় আটকে রাখা গিয়েছিল। কিন্তু কেন্দ্রের এই নীতির কারণেই ক্রমশ তা বাড়ছে।