এবার কি ধর্মীয়স্থান খুলে দেওয়ার পালা? আসলে বিজেপি মুখ্যমন্ত্রীর একটি চিঠি সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। তাঁর দাবি, এবার ধর্মীয় স্থানগুলি খুলে দেওয়া হোক। আর তা প্রয়োজনে ১জুন থেকেই হোক। গত মার্চ মাস থেকে দেশের সমস্ত ধর্মীয় স্থানগুলি বন্ধ রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয়স্থানগুলি খোলা শুরু হলে নিশ্চিতভাবে করোনা সংক্রমণের সম্ভাবনা বাড়বে।