করোনা আক্রান্ত থানার অফিসার, ব্যাঙ্কের কর্তা

0
1

পরপর দুই করোনা হামলার জেরে শহর কলকাতায় নতুন করে আতঙ্ক। বুধবার বেলেঘাটা থানার এক অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। ওই অফিসারের পরিবারের ৬জনই সংক্রমিত বলে জানা গিয়েছে। সোমবারই গড়ফা থানার এক এএসআইয়ের মৃত্যুর অভিযোগে পুলিশকর্মী ও তার পরিবারের লোকজন থানা ভাঙচুর করেন। আজ ফের আক্রান্ত হওয়ার ঘটনা।

অন্যদিকে পার্ক স্ট্রিটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে ওই শাখাটি দ্রুত বন্ধ করা হবে, নাকি স্যানিটাইজেশন হবে, তা আগামিকালই সিদ্ধান্ত হবে।