‘বিভ্রান্তিকর ‘ ট্রাম্পের টুইট, তথ্য পরীক্ষার সিদ্ধান্ত টুইটার কর্তৃপক্ষের

0
1

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটকে ‘যথেষ্ট বিভ্রান্তিকর’ বলে মনে করল টুইটার। ট্রাম্পের করা দুটি টুইট ফ্যাক্ট চেক অর্থাৎ তথ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিল টুইটার কর্তৃপক্ষ। ওই দু’টি টুইটের নীচে টুইটারের তরফে একটি বার্তা লিখে দেওয়া হয়েছে। তবে এ প্রসঙ্গে কোনও কথা বলেনি হোয়াইট হাউস।

এই প্রথম ট্রাম্পের টুইটের দিকে আঙুল তুলেছে টুইটার কর্তৃপক্ষ। ওই দু’টি টুইটে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, “মেলে পাঠানো ব্যালটে কারচুপির সুযোগ থাকবে।’’ ওই দুই টুইটের নীচে টুইটার কর্তৃপক্ষ লিখেছে, ‘মেলে পাঠানো ব্যালট সম্পর্কে সঠিক তথ্যাদি জেনে নিন।’ যেখানে ক্লিক করলেই ফ্যাক্ট চেক পরীক্ষার নতুন পাতা খুলে যাবে। টুইটারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভুল, বিভ্রান্তিকর বা খতিয়ে না দেখা তথ্যা পরিবেশন বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

এ প্রসঙ্গে টুইটারের মুখপাত্র কেটি রসবরো বলেন, “টুইটগুলিতে ভোট পদ্ধতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য আছে। তাই ফ্যাক্ট চেক করা হয়েছে। এ মাসের প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হয় বিভ্রান্তিকর পোস্ট পেলে ফ্যাক্ট চেক করা হবে।”