বুধবার হাওড়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দমকলের এক কর্মী। গাছে উঠেছিলেন তিনি কাটার জন্য। সিইএসসি জানিয়েছিল গাছে জড়িয়ে থাকা তারে বিদ্যুৎ নেই। কিন্তু গাছে উঠে তারে হাত দিতেই ছিটকে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। ক্ষুব্দ মুখ্যমন্ত্রী বলেন, এই ধরণের ঘটনা পুরোপুরি সিইএসসির নেগলিজেন্স। রাজ্য সরকার এই জিনিস মেনে নেবে না। সিইএসসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য বলছি। আমরা জানতে চাইব কেন এই ধরণের দুর্ঘটনা ঘটল! এছাড়া মৃত ওই দমকলকর্মীর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।