বুধবার নবান্ন সভাঘরে আমফান বিপর্যয়ের পুনর্গঠনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তব নেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন প্রতিদিন বসা হবে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হবে। টিউবয়েল বসানোর জন্য ১০০ কোটি দেওয়া হচ্ছে জেলায়। পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রত্যেক কৃষক পিছু ৫হাজার টাকা দেওয়া হবে। প্রচুর বাঁধ ভেঙেছে, প্রায় ১০৭ কিলোমিটার। আগে এই বাঁধ সারাতে হবে। বিদ্যুতের সাড়ে চার লক্ষ খুঁটি সারাতে হবে। ৩১৭ কিলোমিটার রাস্তা সারাতে হবে, ৩০০টি ব্রিজ, ২১টি জেটি, ১লক্ষ ১০হাজার স্কুল সারাতে হবে। এখন ৬লক্ষ মানুষ ডাল পাচ্ছেন। কেন্দ্রকে বলব ১০লক্ষ মানুষকে ডাল দিতে, অনুরোধ মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ৯ লক্ষ পশুপাখি মারা গিয়েছে। পশুপালন দফতর দ্রুত সরাক মৃত পশুপাখি। সন্দেশখালিতে প্রচুর মাছ মরেছে। এখনই বলছি এগুলো সরাতে। নইলে পচে দুর্গন্ধ বেরবে। নোনা জলে কোনও শস্য হয় কিনা দেখতে হবে। মুখ্যমন্ত্রীর হিসাব ১.৪৫ লক্ষ মৎস্যজীবীর বাড়ি নষ্ট হয়েছে, ১০.৫ লক্ষ হেক্টর চাষের জমি নষ্ট হয়েছে, ৫৮ হাজার পুকুর নষ্ট হয়েছে। প্রত্যেকের দিকে সাহায্যের হাত বাড়াতে হবে।





























































































































