অনলাইনে ক্লাস: টিউশন-ফিস ছাড়া আর কোনও টাকা দিতে নারাজ অভিভাবকরা

0
1

দেশ জুড়ে লকডাউন। বন্ধ স্কুলের পঠনপাঠন। যদিও সরকারের নির্দেশে প্রযুক্তিকে ব্যবহার করে ছাত্র-ছাত্রীরা বাড়িতে বসেই শিক্ষকদের পরামর্শ নিতে পারছেন। কামারহাটির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকেরা বিক্ষোভে শামিল হলেন। তাঁদের দাবি, যেহেতু অনলাইন লেখাপড়া চলছে সে কারণে স্কুলের টিউশনফিস ছাড়া অন্য কোনো টাকা তাঁরা দেবেন না। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে সকল অভিভাবকদের ফিস জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।

যদিও স্কুল কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার কথা বলা হয়েছে। আর লকডাউনের মধ্যে যে সমস্ত অভিভাবক কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা মাসিক কিস্তিতে স্কুল ফিস জমা দিতে পারেন। তবে তার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে হবে।