দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও এবার আসতে চলেছে ঝড়। বুধবার রাতের মধ্যে ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার রাতে খানিকক্ষণের ঝড়েই ব্যাপক ক্ষতি হয়েছে শিলিগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকা। এমনকী দুজনের মৃত্যুও হয়েছে। বুধবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তাপস সরকার। এদিন তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। কী কী ক্ষতি হয়েছে তারও খোঁজ খবর নেন তিনি। খড়িবাড়ি, নকশালবাড়ি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ফাঁসিদেওয়া সহ মাটিগাড়াতেও কিছু প্রভাব পড়ে। পাশাপাশি ফুলবাড়িতেও বাড়ি ভেঙেছে।
তবে এই ক্ষতির পরেও ফের ঝড় আসতে চলেছে উত্তরবঙ্গে। এদিন সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, পূর্ব-পশ্চিম অক্ষরেখায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জেরেই বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ার এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত চলবে।





























































































































