আমফানের তাণ্ডব: বাংলাকে ৫০০ টন ত্রিপল দিয়ে সাহায্য ওড়িশার

0
1

ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড গোটা বাংলা। পশ্চিমবঙ্গের এই ছবি দেখে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি মত কথা রেখেছেন তিনি। রবিবার ওড়িশা থেকে উদ্ধারকারী দল পাঠিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সোমবার থেকে উদ্ধার কাজে নেমেছে সেই দল। এবার গৃহহীনদের জন্য সাহায্য করছেন নবীন পট্টনায়ক। ঘূর্ণিঝড়ের জেরে যারা ছাদ হারিয়েছেন তাঁদের জন্য ২০*২০ মাপের ৫০০ টন ত্রিপল পাঠাবে ওড়িশা। এমনটাই আশ্বাস দিয়েছেন নবীন পট্টনায়ক। এই ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে ছাদ তৈরি করা যাবে।

ওড়িশার মুখ্যসচিবের টুইটার হ্যান্ডেল থেকে টুইটে জানানো হয়েছে, “ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত। আমফানের পর বহু মানুষের মাথায় ছাদ নেই । তাই যত তাড়াতাড়ি সম্ভব ৫০০ টন ত্রিপল ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে।’’