চিনা সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন প্রেসিডেন্ট শি

0
1

লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরির মধ‍্যেই চিনের সামরিক প্রস্তুতি ও প্রশিক্ষণ বাড়ানোর জন্য নিজের দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উদ্দেশে শি-র স্পষ্ট বার্তা, খুব খারাপ পরিস্থিতির কথা আগাম ভেবে রেখে সেই অনুযায়ী প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে হবে, যাতে দ্রুত ও দক্ষতার সঙ্গে সব রকম জটিল পরিস্থিতির মোকাবিলা করা যায়। আর তার মাধ্যমে রক্ষা করা যায় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ।

লাদাখে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যখন চরম উত্তেজনা তৈরি হয়েছে, তখন পিএলএ-র উদ্দেশে চিনা প্রেসিডেন্টের এই বার্তার গূঢ় উদ্দেশ‍্য বোঝার চেষ্টা শুরু করেছেন অনেকেই। বিশেষ করে যখন ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েন আচমকাই বাড়িয়ে দিয়েছে পিএলএ। এমনকি তিব্বতের গাড়ি কুনসা বিমানবন্দরে রাতারাতি বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে চিন।

চিনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি। সেই সঙ্গে তিনি পদাধিকার বলে সেন্ট্রাল মিলিটারি কমিটির চেয়ারম্যান। চিনের আইনসভা তথা ত্রয়োদশ ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় অধিবেশন এখন চলছে। সেখানে একটি প্লেনারি সেশনে বক্তৃতা প্রসঙ্গে চিনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তাঁর কথায়, কোভিড মহামারি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত প্রভাব ফেলেছে। চিনের নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে তার তাৎপর্য রয়েছে। মহামারি মোকাবিলার পাশাপাশি ভ্যাকসিন ও ওষুধের জন্য সামরিক গবেষণাও বাড়াতে হবে।