রাজ্যের সঙ্গে আলোচনা না করেই পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে বাংলায় ফেরাচ্ছে কেন্দ্র। আর এর জেরেই রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই অভিযোগ বারবার কেন্দ্রের কাছে করেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে অভিযোগ জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পরিষ্কার ভাষায় বলেন, রাজ্যের মতামত না নিয়েই যদি এভাবেই চলতে চান, তাহলে পশ্চিমঙ্গ সরকার ভেঙে দিন। পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ভেঙে দেওয়া যায় নাকি! আসলে পরিযায়ী ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী বিরক্ত। তিনি আসলে এর জন্য একটু সময় ধরতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র তাতে রাজি নয়। বিরক্ত মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন।





























































































































