ভ্রমণে নিষেধাজ্ঞা জারি জাপান সরকারের

0
1

করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সারা বিশ্ব। মহামারি আবহে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল জাপান সরকার। প্রশাসন সূত্রে খবর, দেশে জরুরি অবস্থা তুলে নিলেও ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে সরকার। জুন পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।ভারত, বাংলাদেশ সহ পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। বুধবার থেকেই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।