খুলছে দেব সাহিত্য কুটির, হোম ডেলিভারিতে বইও

0
1

করোনা এবং আমফান আবহের সঙ্গে লড়াই চালিয়ে খুলছে দেব সাহিত্য কুটির। সচল হচ্ছে বইপাড়া। সকাল এগারোটা থেকে খোলা বিকেল পাঁচটা পর্যন্ত । 9836157222 নম্বরে হোয়াটসঅ্যাপ বা 03323504294/95 নম্বরে ফোন করতে পারেন।অন্তত 600 টাকার বই নিলে হোম ডেলিভারি। টাকা দেবেন বই নেওয়ার সময়। সংগঠনের কর্ণধার ও সম্পাদক রূপা মজুমদার চাইছেন প্রতিকূলতার মধ্যেও পাঠকের হাতে দ্রুত বই পৌঁছে দিতে।