আমফান বিপর্যস্ত বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ৪,১৯২! মৃতের সংখ্যা ২১৭

0
1

আমফান বিপর্যস্ত বাংলায় চতুর্থ দফা লকডাউনের মধ্যে ফের লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৩ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাসের হদিশ। তার ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,১৯২।

এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৬ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২১৭। আজ বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে ।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৩২৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৫৭৮।